বাংলাদেশ এর সেরা ৫টি স্মার্ট-ওয়াচ ব্র্যান্ডঃ
বর্তমান সময়ে স্মার্ট গ্যাজেটের কথা বললে সর্বপ্রথম যে গ্যাজেটটির কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্মার্টওয়াচ । আকর্ষণীয় লুক, বাজেট ফ্রেন্ডলি প্রাইস এবং নিত্য দিনের বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন ফিচার্স যুক্ত থাকার কারনে সকল বয়সী মানুষের কাছে এই স্মার্ট ডিভাইসটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । ফিচার্সভেদে এই ডিভাইসটি দিয়ে সময় দেখবার পাশাপাশি কলিং ফিচার, ওয়ার্ক-আউটের বিভিন্ন ফিচার্সসহ , ব্লাড পেশার বা ব্লাড অক্সিজেন মাপার ফিচার যুক্ত করা থাকে । এমনকি ঘুমের সঠিক হিসাব রাখা থেকে শুরু করে হেলথ মনিটরিং করার মত ফিচার্সও রয়েছে । এ সকল কারনেই এই ডিভাইসটি বর্তমান স্মার্ট জেনারেশন এর মানুষের কাছে নিত্য দিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে ।
সময়ের সাথে এই স্মার্ট ডিভাইসের জনপ্রিয়তা বারবার সাথে সাথে বাংলাদেশেও বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ ব্র্যান্ড জনপ্রিয়তা পেয়েছে । নিচে বিভিন্ন কারনে বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে থাকা ৫টি স্মার্টওয়াচ ব্র্যান্ড উল্লেখ করা হলোঃ
Amazfit :
বাংলাদেশের জনপ্রিয় স্মার্টওয়াচ ব্র্যান্ড নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যে ব্র্যান্ড নিয়ে কথা বলতে হবে তা হচ্ছে জনপ্রিয় স্মার্টওয়াচ ব্র্যান্ড Amazfit .স্মার্ট ওয়াচ ব্র্যান্ডটি মোশন ভিউ এর হাত ধরে বাংলাদেশ এ অফিশিয়ালি যাত্রা শুরু করে । স্টাইলিশ লুকের সাথে এই ব্র্যান্ড এর ওয়াচগুলোতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। সেই সাথে পাবেন অ্যাডভান্সড সব ফিচার্স । লুক , ফিচার , ব্যাটারি ব্যাকআপ, প্রিমিয়ামনেস এবং প্রাইস সব কিছু মিলিয়ে এই ওয়াচ বাংলাদেশ এর বাজারে টপ পজিশনে আছে । তাই বাংলাদেশ এর মানুষের কাছে এই ওয়াচটির জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে । মডেলভেদে এই ওয়াচগুলোতে বেশ কিছু অ্যাডভান্স লেভেলের ফিচার যুক্ত করা আছে । যার ফলে এই ওয়াচটিতে রয়েছে ওয়াটার প্রুফ , ফায়ার প্রুফ, ম্যাপ এ রুট নেভিগেশন এর সুবিধা । এর বাইরে স্মার্টওয়াচটিতে রয়েছে স্পোর্টস মুড, ২৪ ঘন্টা হেলথ মনিটরিং সহ নিত্য দিনের প্রয়োজনীয় সকল ফিচার্স । তাই এ সকল কিছু বিবেচনা করে বলাই যায় - Amazfit বাংলাদেশ এর বাজারের সেরা একটি স্মার্টওয়াচ ব্র্যান্ড ।
Kieslect :
বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সেরা স্মার্টওয়াচ পেতে চাইলে Kieslect ব্র্যান্ড এর স্মার্টওয়াচগুলো থাকবে পছন্দের শীর্ষে । বাংলাদেশে মোশন ভিউ এই স্মার্টওয়াচ ব্র্যান্ডটির অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করছে । প্রয়োজনীয় সকল ফিচার্সের সাথে এই ওয়াচগুলোতে রয়েছে প্রিমিয়াম লুক ,একুরেসি এবং ওয়াটার রেজিটেন্সি এবং ওয়াটার প্রুফ ফিচার। এছাড়াও এই স্মার্টওয়াচ ব্র্যান্ডটি মেয়েদের জন্য আলাদা স্মার্টওয়াচ সিরিজ বাজারে নিয়ে এসেছে । যেটা দিয়ে মেয়েদের বিভিন্ন হেলথ ফিচার সহ তাদের মেনেস্ট্রুয়াল ফিচার যেটা দিয়ে চাইলে যে কোন মেয়ে মেনেস্ট্রুয়াল নোটিফিকেশন সেট করে রাখতে পারবে । স্মার্টওয়াচগুলোর এই সকল সুবিধার জন্য এই ব্র্যান্ড টি বাংলাদেশ এ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
Haylou :
লো বা মিডরেঞ্জ এর স্মার্টওয়াচ খুঁজে থাকলে স্মার্টওয়াচ লাভার হিসাবে আপনার সেরা গন্তব্য হতে পারে Haylou . এই স্মার্টওয়াচ ব্র্যান্ডটি বর্তমানে সেরা হয়ে উঠছে তাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইসে, বেস্ট ফিচার্সের স্মার্টওয়াচের জন্য। এই ব্র্যান্ডের স্মার্টওয়াচগুলোর সব থেকে বড় সুবিধা হল এগুলোর প্রাইজিং এবং আউটলুক। সেই সাথে এমন লো-বাজেটে একমাত্র এই ব্র্যান্ডের স্মার্টওয়াচগুলোই কলিং ফিচারসহ প্রয়োজনীয় সকল ফিচার অফার করছে। এমনকি এই ব্র্যান্ডের ওয়াচগুলোতে রয়েছে বাংলা সাপোর্টের সুবিধা । যেই কারনে এই রেঞ্জ এর মধ্যে Haylou ব্র্যান্ড কে টপে নিয়ে এসেছে। বাংলাদেশে মোশন ভিউ এর হাত ধরে অফিশিয়ালি ডিস্ট্রিবিশনের যাত্রা শুরু করে এই ব্র্যান্ডটি। বর্তমানে উর্ধবগতির বাজারে এই ওয়াচটি যেন স্মার্টওয়াচ লাভারদের জন্য একটা পরিপূর্ণ সমাধান ।
Mibro :
বাজারে স্পোর্টস মুডের স্মার্টওয়াচ আছে এমন স্মার্টওয়াচ ব্র্যান্ড খুঁজলে প্রথমেই যে ব্র্যান্ডটির নাম মাথায় আসে সেটা হল Mibro . বাজারে স্পোর্টস মুডের পাশাপাশি ফরমাল এবং ক্যাজুয়াল লুকের স্মার্টওয়াচ নিয়ে এসেছে এই ব্র্যান্ডটি। শুধু তাই নয় বাজারে থাকা সকল স্মার্টওয়াচ ব্র্যান্ড এর মধ্যে এই ব্র্যান্ডটিই সব থেকে আডভান্সড ওয়াটার প্রুফ (5 ATM ) সুবিধা দিচ্ছে তাদের প্রায় সবকটি স্মার্টওয়াচে । এর বাইরে মডেলভেদে এই স্মার্টওয়াচ ব্র্যান্ডটির রয়েছে ১০০+ স্পোর্টস মুড, কাস্টমাইজড ওয়াচ ফেস , ওয়াটার প্রুফ সহ জিপিএস সুবিধা যা স্মার্টওয়াচ লাভারদের কাছে এই ব্র্যান্ড এর ওয়াচগুলোকে করে তুলেছে আরও বেশি জনপ্রিয়। বাংলাদেশে মোশন ভিউ এই ব্র্যান্ড এর স্মার্টওয়াচের অথোরাইজড ডিসট্রিবিউটর হিসাবে কাজ করছে। ওয়াচটির ফিচার, চার্জ ব্যাক-আপ এবং প্রাইজিং সবকিছু বিবেচনা করে বলা যায় দেশের বাজারে থাকা স্মার্টওয়াচ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম সেরা একটা স্মার্টওয়াচ ব্র্যান্ড এটি।
Imiki:
বাজেট ফ্রেন্ডলি প্রাইসের সেরা স্মার্টওয়াচের কথা বলতে গেলে imiki ব্র্যান্ড থাকবে পছন্দের শীর্ষে । এই ব্র্যান্ড এর স্মার্টওয়াচগুলোর সুবিধা হল- এই ব্র্যান্ডের স্মার্টওয়াচগুলো বাজেটের মধ্যে আপনাকে স্মার্ট ওয়াচের সকল ফিচার প্রভাইড করবে । সেই সাথে এই ওয়াচটির প্রিমিয়াম লুক যা কিনা বাজারে থাকা যে কোন ব্রান্ডের স্মার্টওয়াচকে টেক্কা দেবার ক্ষমতা রাখে । শুধু তাই নয় এই ওয়াচগুলোতে আপনি পাবেন দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ এবং বেশ কিছু মডেলে বাংলা সাপোর্ট সুবিধা । আর সেই সাথে স্পোর্টস মুডসহ হেলথ মনিটরিং ফিচার্স প্রয়জনীয় সকল ফিচার্স । তাই বলা বাহুল্য এসকল ফিচার্স বিবেচনাতে বাংলাদেশ এর বাজারে জনপ্রিয়তার শীর্ষে যাবার ক্ষমতা রাখে এই স্মার্টওয়াচ ব্র্যান্ডটি ।
পরিশেষে আমরা এটা বলতে পারি যে, প্রতিটা ব্র্যান্ড তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে বাজারে নতুন ফিচার্স এবং সুবিধার স্মার্ট ওয়াচ আনতে , একইসাথে প্রতিটা ব্র্যান্ডই চেষ্টা করে যাচ্ছে তাদের টার্গেটেড অডিয়ান্স এর জন্য সেরা স্মার্টওয়াচ নিয়ে আসবার । তাই ফিচার,লুক, ব্যাটারি ব্যাক-আপ, প্রাইসিং এবং প্রিমিয়ামনেস বিবেচনায় প্রতিটা ব্রান্ডই তাদের টার্গেটেড অডিয়ান্সের কাছে সেরা ।
Motion View is the largest Eco Product importer and Distributor in Bangladesh and now holds the leading position in the ecosystem industry.

Sarwar Ahmed
2025-03-03Good to go